ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রেকর্ড ভাঙল ডলার, বিনিয়োগকারীদের সতর্কবার্তা

২০২৫ জুলাই ০১ ১৪:৩৪:৫৮
রেকর্ড ভাঙল ডলার, বিনিয়োগকারীদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক:বিগত ছয় মাসে মার্কিন ডলারের মান দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মুদ্রার তুলনায় ১০ শতাংশেরও বেশি কমেছে। ১৯৭৩ সালের পর এই প্রথম এত বড় দরপতনের মুখে পড়েছে মার্কিন মুদ্রা। উল্লেখ্য, সেই সময়ই যুক্তরাষ্ট্র ডলারের সঙ্গে সোনার সংযোগ ছিন্ন করে বড় অর্থনৈতিক পরিবর্তন এনেছিল।

বর্তমান দরপতনের পেছনে মূলত রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতি, বিচ্ছিন্নতাবাদী কূটনীতি এবং ক্রমবর্ধমান সরকারি ঋণ। বিশ্লেষকদের মতে, এসব কারণে বিশ্বব্যবস্থার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থায় চিড় ধরেছে।

ডলারের এই দুর্বলতা মার্কিন নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণকে ব্যয়বহুল করে তুলেছে এবং বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করছে। অন্যদিকে, আমদানি পণ্য আরো ব্যয়বহুল হলেও রপ্তানিকারকরা কিছুটা সুবিধা পাচ্ছেন। তবে ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকি এসব স্বাভাবিক অর্থনৈতিক প্রভাবকে জটিল করে তুলছে।

প্রেসিডেন্ট ট্রাম্প যদিও সম্প্রতি কিছু শুল্ক আরোপ থেকে সরে এসেছেন এবং বছরের শুরুতে মার্কিন স্টক ও বন্ড বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, তবে ডলারের দরপতন অব্যাহত রয়েছে।

বিশ্বব্যাপী ডলারের বিকল্প হিসেবে ইউরো, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের ওপর দীর্ঘমেয়াদি চাপ শুধু মার্কিন অর্থনীতির জন্য নয়, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্যও অশনিসঙ্কেত বহন করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে