ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

বড় বদল আসছে ব্যাংকে, গভর্নর নিয়োগে থাকছে নতুন নিয়ম

২০২৫ জুলাই ০৬ ১১:০৯:১৬
বড় বদল আসছে ব্যাংকে, গভর্নর নিয়োগে থাকছে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের লক্ষ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে, এবং গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ-অপসারণেও সংসদের অনুমতি প্রয়োজন হবে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫ নামে একটি অধ্যাদেশ প্রণয়ন হচ্ছে

গভর্নর ও ডেপুটি গভর্নর হবেন ছয় বছরের জন্য, পুনর্নিয়োগ একবার

গভর্নর নিয়োগে সংসদীয় অনুমোদন ও সার্চ কমিটি বাধ্যতামূলক

গভর্নরের মর্যাদা হবে মন্ত্রীর সমান (পদক্রমে ৪ নম্বর)

পরিচালনা বোর্ডে কোনো আমলা থাকবেন না, থাকবে ৮ জন সদস্য

গভর্নর হবেন বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী। তিনি ব্যাংকের মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক তদারকি ও বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।

একটি নির্বাহী উপদেষ্টা কমিটি থাকবে গভর্নরকে সহায়তার জন্য, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই।

নতুনবোর্ড গঠনের নিয়ম

৮ সদস্যের পরিচালনা বোর্ড গঠিত হবে

সদস্যদের অবশ্যই ব্যাংকিং, অর্থনীতি, হিসাবরক্ষণ, আইন, ঝুঁকি ব্যবস্থাপনা বা শিল্প খাতে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বোর্ডকোনো সরকারি কর্মকর্তা রাখা যাবে না

বোর্ডকাজ করবে মুদ্রানীতি, আর্থিক স্থিতিশীলতা ও ব্যাংক তদারকি বিষয়ে

অপসারণ কঠিন, স্বচ্ছতা বাড়ানো হচ্ছে

কোনো গভর্নর বা ডেপুটি গভর্নরকে হঠাৎ অপসারণ করা যাবে না।

বিশেষ কারণ দেখাতে হবে

শুনানি ও সংসদের অনুমোদন প্রয়োজন

অপসারণের আগে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংককে দেওয়া হচ্ছে “বাধ্যতামূলক ব্যাংক রেজল্যুশনের” ক্ষমতা। ঝুঁকিপূর্ণ ব্যাংকের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নিতে পারবে ব্যাংক।

সমন্বয় পরিষদ নামে একটি সংস্থা গঠিত হবে, যার চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী। এই পরিষদ মূল্যস্ফীতি, বেসরকারি ঋণ চাহিদা, বৈদেশিক সম্পদ ইত্যাদি বিবেচনায় রেখে আর্থিক নীতিমালা সমন্বয় করবে।

সংক্ষেপে পরিবর্তনের মূল উদ্দেশ্য:

✅ বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করা

✅ রাজনৈতিক প্রভাবমুক্ত, পেশাদার পরিচালনা বোর্ড গঠন

✅ মুদ্রানীতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা

✅ দুর্বল ব্যাংকের বিরুদ্ধে সহজে ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে