ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
Sharenews24

১৪ বছর পর বেরিয়ে এসে যা বললেন এটিএম আজহার

২০২৫ মে ২৮ ১০:৫৭:০৫
১৪ বছর পর বেরিয়ে এসে যা বললেন এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: ১৪ বছর কারাভোগ শেষে মুক্তি পেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম দাবি করেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে "হত্যাকাণ্ড" ঘটানো হয়েছে। তিনি এই ঘটনায় যারা জড়িত, তাদের বিচার দাবি করেছেন।

বুধবার (২৮ মে) সকালে ঢাকার শাহবাগ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি। এ সময় জামায়াতের আমির শফিকুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে এটিএম আজহার বলেন,“আমি প্রায় ১৪ বছর কারাগারে থাকার পর আজ মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এই স্বাধীন দেশে আমি একজন স্বাধীন নাগরিক।”

তিনি আরও বলেন,“যাদের বিচার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সমাজে ভুল বিচার ও প্রতিশোধের সংস্কৃতি চালু থাকবে, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

উচ্চ আদালত থেকে মৃত্যুদণ্ডাদেশ খালাস পাওয়ার পর মুক্তি পান এটিএম আজহারুল ইসলাম। মুক্তির সময় তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে সকাল ৯টা ৫ মিনিটে একটি কালো গাড়িতে করে বের করে আনা হয়।

তিনি বলেন,“আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি অনন্য ভূমিকা পালন করেছেন। এতদিন ন্যায়বিচার ছিল না। আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আশা করি, ভবিষ্যতে সাধারণ মানুষও ন্যয়বিচার পাবে।”

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী আপিলের পর উচ্চ আদালত তাকে খালাস দেন, যার ফলে তিনি দীর্ঘ কারাভোগের পর মুক্তি পান।

তিনি তার বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্টে সংঘটিত একটি রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন,“আমি ৫ আগস্টের বিপ্লবের নায়কদের ধন্যবাদ জানাই।”

তবে ওই ‘বিপ্লব’ সংক্রান্ত বিস্তারিত তথ্য বা প্রসঙ্গ সংবাদ সম্মেলনে খোলাসা করেননি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে