ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

ভারতের বর্ডারে নিজের সেই ভিডিও নিয়ে যা বললেন পিনাকী

২০২৫ মে ২৭ ১১:৫২:১৮
ভারতের বর্ডারে নিজের সেই ভিডিও নিয়ে যা বললেন পিনাকী

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে বাংলাদেশের প্রখ্যাত ব্লগার ও সমাজকর্মী পিনাকি ভট্টাচার্যকে ভারতে প্রবেশের দৃশ্য দেখা যাচ্ছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওর বিষয়বস্তু

ভিডিওতে দেখা যায়, পিনাকি ভট্টাচার্য ভারতে প্রবেশের সময় তার ঘনিষ্ঠ বন্ধু নুরুল ইসলাম ভুঁইয়া ছোটন, মুস্তাইন জহির এবং মুজিবুর রহমান মঞ্জুর কাছ থেকে বিদায় নিচ্ছেন। এই মুহূর্তে ছোটন বলছেন, "আর কিছু নাই, ভেরি কম্ফোর্টেবল," যা ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে। পিনাকি ভট্টাচার্য তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, তিনি পায়ে হেঁটে ভারতের সীমান্ত পেরিয়েছেন, সঙ্গে ছিল একটি ঝোলা, যাতে ছিল একটি টি-শার্ট, পাজামা, ল্যাপটপ এবং স্মৃতি। তিনি আরও বলেন, "এই মুহূর্তটা আমি ফুলকুমারিতে লিখেছি," যা তার অভিব্যক্তির গভীরতা প্রকাশ করে।

পিনাকির প্রতিক্রিয়া

পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে উল্লেখ করেন, "আমরা বাংলাদেশকে একটি দরিদ্রবান্ধব রাষ্ট্র বানাতে চাই। আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই।" তিনি আরও বলেন, "আমাদের রাজনৈতিক শত্রু থাকবে থাকাই স্বাভাবিক। এ বিষয়ে আমরা সচেতন। আমাদের এই লড়াইয়ে শত্রু আছে, বন্ধু আছে। শত্রুদের চাইতে বন্ধুরা সংখ্যায় বহুগুণ। লড়াই চলবে।"

সমালোচনা ও বিতর্ক

ভিডিওটি প্রকাশের পর থেকে পিনাকি ভট্টাচার্যের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কিছু মহল তাকে "ফ্যাসিস্ট রাষ্ট্রের সাথে জালেমের সাথে লড়াই" হিসেবে উল্লেখ করেছেন, যা তার রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে, কিছু সমালোচক তার ভিডিওগুলিকে "অপপ্রচার ও সহিংসতা উসকে দেওয়ার প্রচেষ্টা" হিসেবে অভিহিত করেছেন।

পিনাকি ভট্টাচার্য বর্তমানে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বাংলাদেশ ও ভারত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করে থাকেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে