ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

২০২৫ মে ২৬ ১০:৫৭:২৫
বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২৮৩ কোটি টাকা) ঋণ দিচ্ছে। ‘বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রকল্প’ বাস্তবায়নের জন্য এ ঋণ দেওয়া হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো—গত বছরের আগস্টে দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধ মেরামত, এবং বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়। সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা কার্যালয়ের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন।

বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে অংশ নেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)।

এই ঋণ বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে গ্রহণ করা হবে এবং এতে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধের সুযোগ থাকবে। বার্ষিক ০.৭৫% সার্ভিস চার্জ, ১.২৫% সুদ এবং অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০.৫০% কমিটমেন্ট ফি নির্ধারিত রয়েছে। তবে বর্তমানে বিশ্বব্যাংক এই কমিটমেন্ট ফি মওকুফ করে আসছে।

বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৪৩.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে ৪৭টি চলমান প্রকল্পে বিশ্বব্যাংক ১৩.১ বিলিয়ন ডলার অর্থায়ন করছে, যার আওতায় রয়েছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো এবং জ্বালানি খাত।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে