ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

‘মাদকসেবী’ তকমার পরও ফের নেতৃত্বে!

২০২৫ মে ২৫ ১০:১৭:০২
‘মাদকসেবী’ তকমার পরও ফের নেতৃত্বে!

নিজস্ব প্রতিবেদক: মাদক গ্রহণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে অব্যাহতি পাওয়া ফাতেমা খানম লিজা আবারও স্বপদে ফিরেছেন। চট্টগ্রাম মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।

শনিবার (২৪ মে) রাতে সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন এক বিবৃতিতে জানান, “সাংগঠনিক বিবেচনায় তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।”

এর আগে, গত ১৭ মে ফাতেমা খানম লিজাকে মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।তৎকালীন আদেশে উল্লেখ করা হয়, লিজার মাদক সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তার অনিয়ন্ত্রিত আচরণ সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

সেই আদেশে আরও বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন কার্যকলাপ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সংগঠনের সুনাম রক্ষার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।”

তাকে ফের স্বপদে পুনর্বহাল করার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও, বিবৃতিতে ‘সাংগঠনিক বিবেচনা’ ও ‘কার্যক্রমের ধারাবাহিকতা’ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে