ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

আ.লীগের অফিস দখল করে বিএনপি কার্যালয়

২০২৫ মে ২৪ ১৯:৪১:৩৫
আ.লীগের অফিস দখল করে বিএনপি কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জেলার বড়াইগ্রামের নগর ইউনিয়নে আওয়ামী লীগের অফিস দখল করে সেটিকে তাদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ঘোষণা করেছে। তারা সেখানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেন।

ঘটনার পেছনে রয়েছে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান, যখন ধানাইদহ বাজারে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। ওই অফিসটি মূলত শহিদ কল্লোল স্মৃতি সংঘ নামে পরিচিত থাকলেও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন ডালু নিয়মিত ব্যবহার করতেন। আগুনে টিনের চাল নষ্ট হলেও দেয়ালগুলো অক্ষত ছিল এবং সেই জায়গায় এখন বিএনপির অফিস চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র মতে, এই কার্যালয়ের নিয়ন্ত্রণে আছেন নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান এবং ছাত্রদলের সভাপতি তৌরাদ মন্ডল। তাদের নিয়ন্ত্রণে ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য ওই কার্যালয়ে আসা-যাওয়া করেন।

নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান জানিয়েছেন, অফিসের জায়গার মালিক আসাব সরকার এবং আগের মেয়াদে নীলুফার ইয়াসমিন ডালু এটি দখল করতেন। ৫ আগস্ট আগুন লাগানোর ঘটনায় বিএনপি ও আসাব সরকারের ছেলে কার্যালয় পুড়িয়ে দেয়, পরে মেরামত করে সেটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেন, রাজনৈতিক কার্যালয় দখল করা অনাকাঙ্ক্ষিত, তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে কিছু বলতে পারছেন না।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং তার জানা নেই।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর এই বিষয়ে অবগত নন এবং মন্তব্য করতে চাননি।

এ ঘটনাটি এলাকার রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং দুই দলের মধ্যে তীব্র দফায় দফায় সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে