ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

“আমি এখনো মরিনি, ১২০-এ ফোন করো”

২০২৫ মে ২৪ ১৮:৩৯:৪৯
“আমি এখনো মরিনি, ১২০-এ ফোন করো”

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা না মেনে ১২ তলা থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন চীনের এক নারী, পেং হুইফাং। ১৩ মে ঘটে যাওয়া এই ঘটনায়, নিচে পড়ার পর তিনি স্বামীকে বলেন, “আমি এখনো মরিনি, ১২০-এ ফোন করো।”

পেং ও তার স্বামী মাটিতে ভারী জানালা তুলতে ক্রেন ব্যবহার করছিলেন। জানালাটি গাছের ডালে আটকে গেলে পেং রিমোট কন্ট্রোল ধরে থাকা অবস্থায় নিচে পড়ে যান। তার জীবন বাঁচাতে সাহায্য করে নিচে থাকা সাদা ছাউনি, যা তার পড়ার গতিকে থামিয়ে দেয়।

পেং শরীরের একাধিক জায়গায় ফ্র্যাকচার ও আঘাত পেয়েছেন, তবে তার শরীরের ওপরের অংশ প্রায় অক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আরেকটি অস্ত্রোপচারের অপেক্ষায়। চিকিৎসকরা আশাবাদী, ছয় মাসের মধ্যে তিনি হাঁটতে পারবেন।

পেং নিরাপত্তা না মানায় অনুতপ্ত এবং নিজের গল্প শেয়ার করে অন্যদের সতর্ক করছেন। তিনি বলেন, ক্লায়েন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, দুর্ঘটনাটি তাদের দায়ভার। চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ১০ হাজার ডলার খরচ হয়েছে, ভবিষ্যতের ব্যয় বহন করাই তাদের বড় চ্যালেঞ্জ।

চীনের ‘জংলান নিউজ’ এই ঘটনা প্রকাশ করলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই পেংয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং উচ্চস্থানে কাজের সময় নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে