ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

সাবেক ওসি প্রদীপের ফাঁসি নিয়ে যা জানা গেল

২০২৫ মে ২৪ ১৭:১১:৩৭
সাবেক ওসি প্রদীপের ফাঁসি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও উপপরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকর হয়েছে এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ নিশ্চিত করেছে। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং এখনও চূড়ান্ত রায় হয়নি। তাই রায় হওয়ার আগেই ফাঁসি কার্যকর হওয়ার কোনও সুযোগ নেই।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় আসার পর তা কার্যকর করার জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ‘ডেথ রেফারেন্স মামলা’ নামে পরিচিত। এছাড়া আসামিরা জেল আপিল, নিয়মিত আপিল এবং বিভিন্ন আবেদনের মাধ্যমে বিচার কার্যক্রম চালিয়ে যেতে পারে। মেজর সিনহা হত্যা মামলার রায়সহ সংশ্লিষ্ট নথিপত্র ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে যাওয়া ও ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।

২০২২ সালে আসামিরা পৃথক আপিল ও জেল আপিলও করেন। এরপর পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুতসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতি মামলাটি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে নির্ধারণ করেন। ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে এই বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার জানান, মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি এখনও চলছে। ২৩ মে থেকে মোট ১৪ দিন পর্যন্ত শুনানি সম্পন্ন হয়েছে। সাত দিনের মধ্যে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির দণ্ড কার্যকরের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। তিনি আরও বলেন, শুনানির সময় হয়তো কেউ না বুঝে ভুল খবর ছড়িয়েছেন। বর্তমানে পেপারবুক থেকে আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি করছে, তাই রায় দেওয়ার প্রশ্নই আসে না।

এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করার আগে রীতি অনুযায়ী আসামির পরিবারের সদস্যদের তলব করে শেষবারের মতো সাক্ষাৎ করার সুযোগ দেয়া হয়। এসব কারণে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ফাঁসি কার্যকর হয়েছে এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে ফ্যাক্টওয়াচ জানিয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে