ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

রাজধানীতে উত্তাল ‘মার্চ ফর ইউনূস’

২০২৫ মে ২৪ ১৭:৫৪:১৯
রাজধানীতে উত্তাল ‘মার্চ ফর ইউনূস’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর ইউনূস’ নামের একটি অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিতে ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার দাবি জানানো হয়। আয়োজকরা নিজেদের পরিচয় দিয়েছেন "দেশের সর্বস্তরের জনগণ" ব্যানারে।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও তারা চারটি মূল দাবি উপস্থাপন করেন: ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন, একটি জাতীয় সরকার গঠন, সংবিধান সংস্কার

‘জুলাই গণহত্যাকারী’ হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ড. ইউনূসকে পাঁচ বছরের জন্য দায়িত্ব প্রদান

সমাবেশ থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানানো হয়— তারা যেন আলোচনায় বসে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছায়। বক্তারা বলেন, “প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে অপসারণ করে ড. ইউনূসকে রাষ্ট্রপ্রধান করে একটি কার্যকর ও শক্তিশালী জাতীয় সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।”

সমাবেশে অংশগ্রহণকারীরা “ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো” স্লোগান দেন। উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত হলেও কর্মসূচিটি দৃঢ় রাজনৈতিক বার্তা বহন করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ইনকিবাল মঞ্চ নামক একটি সংগঠনের সদস্যরা এই সমাবেশ আয়োজন করে। সমাবেশে উপস্থিত লোকসংখ্যা কম হলেও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর ছিল।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে