ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

নাতির বয়সী উপদেষ্টা নিয়ে রিজভীর বিস্ফোরক অভিযোগ

২০২৫ মে ২৪ ১৯:২৭:০৮
নাতির বয়সী উপদেষ্টা নিয়ে রিজভীর বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান গুণী হলেও, নাতির বয়সী অনেককে উপদেষ্টা করার কারণে কিছু ভুল ঘটছে।

শনিবার (২৪ মে) বগুড়া জেলা শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত তরুণদের সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, “মানবিক করিডোর দিয়ে দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে, কিংবা বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে কথা বললেই বিএনপিকে দোষারোপ করা হয়। উপদেষ্টাদের বক্তব্য শুনলে মনে হয়, নির্বাচন চাওয়া মহাপাপ। উপদেষ্টা আসিফের মতন দেশ পরিচালনা করলে দেশ ভালোভাবে চলবে না।”

অন্যদিকে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “যদি কেউ ঐক্য ভঙ্গ করে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাদের পরিকল্পনা সফল হবে না, তারা বিলীন হয়ে যাবে।”

এর আগে, দুপুর থেকে বিভিন্ন অংশ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা নানা ধরনের স্লোগান দিয়ে পরিবেশ উত্তেজনাপূর্ণ করে তোলে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে