ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

চাকুরিচ্যুত হলেন সিনিয়র সহকারী সচিব নেপথ্যে যে কারণ

২০২৫ মে ২৪ ১৯:২১:২৪
চাকুরিচ্যুত হলেন সিনিয়র সহকারী সচিব নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: অসদাচরণ এবং পলায়নের অভিযোগে সিনিয়র সহকারী সচিব সোনিয়া আফরিনকে চাকরিচ্যুত করা হয়েছে। লিয়েনের মেয়াদ শেষে দেশে না ফেরায় এবং অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা শনিবার (২৪ মে) প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনিয়া আফরিন ২০১৯ সালের ১৪ নভেম্বর অস্ট্রেলিয়ায় অবস্থিত অস্ট্রেলিয়ান এক্সপোর্ট গ্রেইন ইনোভেশন সেন্টারে গ্রেইন কোয়ালিটি টেকনিক্যাল অফিসার পদে কর্মরত থাকার জন্য লিয়েনের আবেদন করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ২২ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তার লিয়েন মঞ্জুর করেন।

সোনিয়া নির্দিষ্ট সময় শেষে কাজে যোগদানের অঙ্গীকার করেন এবং ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গীকারনামা দাখিল করেন। কিন্তু সে সময়ের মধ্যে তিনি দেশে ফেরেননি এবং আগের লিয়েনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত লিয়েন বাড়ানোর জন্য ২০২১ সালের ৭ ডিসেম্বর আবেদন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় তার আবেদন মঞ্জুর না করে ২০২২ সালের ৮ আগস্ট তাকে অবিলম্বে চাকরিতে যোগদানের জন্য চিঠি পাঠায় এবং ই-মেইল ও ফোনেও বিষয়টি অবহিত করা হয়।

তবে, লিয়েনের মেয়াদ শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে সোনিয়া চাকরিতে যোগদান করেননি। অনুমতিসহ দেশত্যাগ করার পরও অনুমোদিত সময়ের অতিরিক্ত ৬০ দিনের বেশি অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করার মাধ্যমে কর্তৃপক্ষের আদেশ অমান্য এবং কর্তব্যে চরম অবহেলা প্রদর্শন করায়, ২০২৪ সালের ১৪ মার্চ তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

মামলার প্রেক্ষিতে তাকে কৈফিয়ত তলব করা হলেও তিনি কোন উত্তর দেননি। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সন্তোষজনক উত্তর না পেয়ে, চাকরিচ্যুত করার সিদ্ধান্ত বহাল রাখা হয়।

সরকারি কর্ম কমিশনও এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে এবং রাষ্ট্রপতি বিষয়টি অনুমোদন করেন। ফলে সোনিয়া আফরিনকে ২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে চাকরিচ্যুত করা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে