ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

বিবৃতিতে যা জানাল উপদেষ্টা পরিষদ

২০২৫ মে ২৪ ১৭:৫০:০৫
বিবৃতিতে যা জানাল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এক অনির্ধারিত বৈঠকে মিলিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, এ দায়িত্বগুলো যথাযথভাবে পালনের পথরোধ করতে বিভিন্ন পক্ষ থেকে অযৌক্তিক দাবি, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য এবং এখতিয়ারবহির্ভূত কর্মসূচি দেওয়া হচ্ছে। এতে স্বাভাবিক প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বিবৃতিতে পরিষদ জানায়, একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে এবং দেশকে স্বৈরাচারমুক্ত রাখতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। নির্বাচন, সংস্কার এবং বিচার—এই তিনটি খাতে স্বচ্ছতা বজায় রেখে অগ্রসর হতে সরকার রাজনৈতিক দলগুলোর মতামত শুনবে এবং সরকারের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরবে।

বিবৃতিতে আরও বলা হয়, “শত বাধার মাঝেও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে, যদিও নানা গোষ্ঠীস্বার্থ ও বিদেশি ষড়যন্ত্র এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে।” যদি দায়িত্ব পালনের পথ চূড়ান্তভাবে রুদ্ধ করা হয়, তবে সরকার জনসমক্ষে সব তথ্য উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

পরিষদ জানায়, এই অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারের স্বতন্ত্রতা, সুশাসন, নির্বাচন এবং বিচারব্যবস্থাকে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার জনসমর্থন নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে