ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

চার দফা দাবিতে এনবিআর কর্মকর্তাদের নতুন কর্মসূচি

২০২৫ মে ২৪ ১৮:৩৪:০০
চার দফা দাবিতে এনবিআর কর্মকর্তাদের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মরত কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, চার দফা দাবি পূরণ না হলে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে দেশের সকল এনবিআর সেবা বন্ধ রেখে দেশের সর্বত্র কর্মবিরতি পালিত হবে।

২৪ মে বিকেলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়। একইসঙ্গে ২৫ মে থেকে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত অন্যান্য সব কার্যক্রমে কর্মবিরতি শুরু হবে।

এর আগে, ২৪ মে সকাল ৯টা থেকে এনবিআর ভবনের ফটকে অবস্থান নিয়ে আন্দোলনরত কর্মকর্তারা তাদের দাবি জানাচ্ছিলেন। দীর্ঘ এক সপ্তাহ ধরে চলমান আন্দোলনের মাঝে দুপুরে যৌথবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে আসে, যদিও আন্দোলনকারীরা তাদের অবস্থানকে কিছুটা বাধাগ্রস্ত করার অভিযোগ করেন।

এনবিআর অতিরিক্ত কমিশনার এদিব বিল্লাহ বলেন, বারবার আহ্বান সত্ত্বেও দাবি পূরণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উপ-কর কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত প্রশ্নবিদ্ধ, তাই প্রশাসনিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২২ মে অর্থ মন্ত্রণালয় বা উপদেষ্টার সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সমঝোতা বৈঠক হয়নি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে