ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

এইচএসসি পরীক্ষা নিয়ে ৩৩ দফা নির্দেশনা জারি

২০২৫ মে ২৪ ১৬:২৭:৫১
এইচএসসি পরীক্ষা নিয়ে ৩৩ দফা নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনার মাধ্যমে পরীক্ষার পূর্বপ্রস্তুতি থেকে শুরু করে প্রশ্নপত্র ব্যবস্থাপনা, নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা ও নকল প্রতিরোধ নিশ্চিত করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিদিন সকাল ১০টা ও বিকেল ২টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট ট্রেজারিতে থাকা প্রশ্নপত্র যাচাই করে নিরাপদ খামে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষাকক্ষে শিক্ষার্থীদের মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক থাকবেন, তবে প্রতি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক রাখতে হবে। পরীক্ষার দিন সকালে নির্ধারিত এসএমএস অনুযায়ী নির্ধারিত সেটের প্রশ্নপত্র খোলা যাবে। অব্যবহৃত সেট অক্ষত অবস্থায় ফেরত পাঠানোর নির্দেশনা রয়েছে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে পরীক্ষার ৩০ মিনিট আগেই প্রবেশ নিশ্চিত করতে হবে। দেরিতে এলে তার নাম ও রোল নম্বরসহ বিস্তারিত রেজিস্টার খাতায় লিখে পরীক্ষা শেষে তা বোর্ডে জমা দিতে হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে ভিড় বা জটলা এড়াতে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বার্তা প্রচারের এবং প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের গেটে নকল বিরোধী পোস্টার ঝুলিয়ে দিতে হবে।

পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র কেন্দ্র সচিব বোর্ড অনুমোদিত একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। সময় দেখার জন্য শুধু এনালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে।

প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা চার কর্মদিবসের মধ্যে সংশোধন করতে হবে। বর্ষাকালে বিদ্যুৎ সমস্যা যাতে না হয়, সে জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসকে আগেই চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে উত্তরপত্র বোর্ডে পাঠানোর সময় সঠিকভাবে গুছিয়ে পাঠাতে হবে। সিকিউ ও এমসিকিউ উত্তরপত্র আলাদা খামে রাখতে হবে এবং ইংরেজি ভার্সনের খাতা আলাদাভাবে চিহ্নিত করতে হবে।

পরীক্ষার পরিবেশ যাতে নকলমুক্ত থাকে সে জন্য অনলাইন তথ্য ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এছাড়া বোর্ডের নির্ধারিত পরীক্ষানীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আগামী এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছে শিক্ষা বোর্ড।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে