ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

প্রভার স্ট্যাটাস ঘিরে সমালোচনার ঝড়

২০২৫ মে ১৬ ২১:৫৯:৪৫
প্রভার স্ট্যাটাস ঘিরে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের এএসপি পলাশ সাহার মৃত্যু ঘিরে যখন পরিবারে চলছে একে অপরকে দোষারোপের পালা, তখন সেই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে সমালোচনার ঝড় তুলেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে প্রভা লিখেছেন, “হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!”—এই কথাগুলো থেকে অনেকেই ধরে নিয়েছেন, তিনি পরোক্ষভাবে আঙুল তুলেছেন পলাশ সাহার মায়ের দিকে।

পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা সম্প্রতি প্রকাশ্যে দাবি করেছেন, সংসারজীবনে তিনি অবহেলিত ছিলেন এবং শাশুড়ির দমন-পীড়নের শিকার হয়েছেন। তার ভাষ্য, “ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার রান্না ওর খুব ভালো লাগত, তাই শাশুড়ি রান্না বন্ধ করে দিলেন।”

এমন আবহে প্রভার স্ট্যাটাস যেন আরও আগুনে ঘি ঢেলেছে। নেটিজেনরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন তার মন্তব্যে। কেউ কেউ লিখেছেন, “বউ মানেই তো শুধু রাতের মানুষ না, এই কথা আরও আগে বলা দরকার ছিল।” আবার অনেকে বলেন, “ছেলেকে বড় করলেও কিছু মা তাকে ছাড়তে চান না, যা একসময় বিষাক্ত হয়ে ওঠে।” তবে অনেকেই পুরো ঘটনা না জেনে এভাবে মন্তব্য করা সমীচীন নয় বলে মত দিয়েছেন।

পলাশ সাহার মৃত্যু আপাতত আত্মহত্যা হিসেবে শনাক্ত হলেও এর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপে ভেঙে পড়ার বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। তদন্ত চলছে, তবে প্রভার মতো তারকাদের খোলামেলা প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন করে বিতর্ক—সংসার, শাশুড়ি ও স্বামীর দ্বন্দ্বে মানসিক ভারসাম্যের গুরুত্ব নিয়ে।

মারুফ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে