ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

উপদেষ্টার সাবেক এপিএস-পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব

২০২৫ মে ১৫ ১৯:২৯:৫৪
উপদেষ্টার সাবেক এপিএস-পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তলবকৃতরা হলেন— স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তারা তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর।

বৃহস্পতিবার (১৫ মে) দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে ২০ মে, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেনাকাটায় কমিশন খাওয়া, বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ‘মার্চ টু দুদক’ কর্মসূচির অংশ হিসেবে যুব অধিকার পরিষদ দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের সদর দপ্তরে স্মারকলিপি দেয়। একই ধরনের অভিযোগ দাখিল করেন হাইকোর্টের দুই আইনজীবী— অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম।

এর পরিপ্রেক্ষিতে চলতি মে মাসে চারজনকে তলব করে দুদক।

এর আগে, ২২ এপ্রিল পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধও জানান উপদেষ্টা নিজে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ও ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা তুহিন ফারাবিকে এর আগেই অব্যাহতি দেওয়া হয়। আর ২১ এপ্রিল দুর্নীতির অভিযোগের জেরে এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয় তার দল।

দুদক বলেছে, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পথও খোলা রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে