ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৫ মে ১০ ০৯:৪৫:১৭
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন, তবে শর্ত একটাই—হামাস থাকবে না সেই রাষ্ট্রের কোনো কাঠামোয়।

উপসাগরীয় এক কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে জানান, যুক্তরাষ্ট্র এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যার প্রশাসনে বা নেতৃত্বে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত হামাসের কোনো স্থান থাকবে না। খবর মিডল ইস্ট মনিটর।

সূত্র জানায়, মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবে একটি উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরবে প্রথম সরকারি সফরের অংশ।

এর আগে ৬ মে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা’-র আভাস দেন, সেটিই এখন এই স্বীকৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শীর্ষ সম্মেলনে নিরাপত্তা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হবে বলে জানা গেছে।

সূত্রটি জানায়, ‘‘যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, তবে সেই রাষ্ট্রের গঠনে হামাস থাকবে না।’’ এতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে এবং আরও কয়েকটি আরব দেশ ‘আব্রাহাম চুক্তি’-তে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ মার্কিন কূটনীতির জন্য বড় মোড় নেওয়া পদক্ষেপ হবে, যদিও বাস্তবায়ন জটিলতায় পড়তে পারে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের কারণে।

রিয়াদে অনুষ্ঠিতব্য সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ছাড়াও বাকি উপসাগরীয় দেশের নেতারা অংশ নেবেন। স্বাস্থ্যগত কারণে বাদশাহ সালমান দীর্ঘদিন ধরেই কোনো জনসমাবেশে অংশ নিচ্ছেন না।

সূত্র আরও ইঙ্গিত দিয়েছে, সম্মেলনে অর্থনৈতিক দিক থেকেও বড় চুক্তি হতে পারে, যার মধ্যে কিছু আগে থেকেই ঘোষিত। সম্ভবত উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় সুবিধার বিষয়ে একটি চুক্তি ঘোষণা আসতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে