ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

বিক্ষোভে পানি ছিটিয়ে যে বার্তা দিল সিটি করপোরেশন

২০২৫ মে ০৯ ১৬:১২:০৯
বিক্ষোভে পানি ছিটিয়ে যে বার্তা দিল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত এক সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীদের স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শুক্রবার (৯ মে) বিকাল ৩টার দিকে সমাবেশস্থলে দেখা যায়, একটি সিটি করপোরেশনের গাড়ি থেকে স্প্রে ক্যাননের মাধ্যমে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে বিক্ষোভকারীদের ওপর।

সরেজমিনে উপস্থিত প্রতিবেদকরা জানান, গরমে অতিষ্ঠ আন্দোলনকারীরা সিটি করপোরেশনের এই পদক্ষেপে খুশি হয়েছেন। অনেকেই বলেন, এটি যেন হঠাৎ বর্ষার মতো অনুভূতি এনে দিয়েছে, যা তাদের গরম থেকে সাময়িক হলেও স্বস্তি দিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া আসাদুল ইসলাম নামের এক যুবক বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। যত পানি খাই, তৃষ্ণা মেটে না। কিন্তু এই পানি ছিটানো বৃষ্টির মতো মনে হচ্ছে। এখন আবহাওয়াও কিছুটা শীতল লাগছে।” তিনি এ উদ্যোগের জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদও জানান।

বিক্ষোভকারীরা জানান, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের মতো “যৌক্তিক দাবিতে” আন্দোলনে নেমেছেন। এমন মানবিক সহায়তা তাদের আন্দোলনে আরও শক্তি ও উৎসাহ জোগাচ্ছে বলে মন্তব্য করেন অনেকে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে