ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

একই খাতের শেয়ারে বিপরীত চিত্র: কোথাও উল্লাস, কোথাও হতাশা

২০২৫ মে ০৯ ১৬:০৮:৩৩
একই খাতের শেয়ারে বিপরীত চিত্র: কোথাও উল্লাস, কোথাও হতাশা

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহেও (০৪-০৮ মে) শেয়ারবাজারে সামগ্রিকভাবে পতনের ধারা বজায় ছিল। তবে এমন নেতিবাচক প্রবণতার মাঝেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র—একই খাতের এক কোম্পানি ছিল দর বৃদ্ধির শীর্ষে, আরেকটি পতনের শীর্ষে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ছিল সপ্তাহজুড়ে সর্বোচ্চ দরবৃদ্ধিকারী কোম্পানি। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১০ টাকা ২০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ১৬ টাকা ১০ পয়সায়। এই সময়ে শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭.৮৪ শতাংশ, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উল্লাস তৈরি করেছে।

অন্যদিকে, একই খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)-এর শেয়ারের দর সপ্তাহজুড়ে কমেছে ১৩.৯৫ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির দাম ছিল ১২ টাকা ৯০ পয়সা, যা সপ্তাহ শেষে নেমে আসে ১১ টাকা ১০ পয়সায়। শেয়ারটির দর কমায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বারাকা পতেঙ্গা পাওয়ারের দরবৃদ্ধির পেছনে রয়েছে কোম্পানির তৃতীয় প্রান্তিকের ভালো মুনাফা। অপরদিকে, খুলনা পাওয়ারের দরপতনের পেছনে রয়েছে জাতীয় গ্রীড থেকে কোম্পানির বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, একই খাতের দুটি কোম্পানির এমন বিপরীতমুখী পারফরম্যান্স সাধারণত বিরল। এই ঘটনা বিনিয়োগকারীদের স্মরণ করিয়ে দেয়, কেবল খাত নয়—প্রতিটি কোম্পানির নিজস্ব মৌলিক ভিত্তিই বাজারে মূল্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে