ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গ্রেফতারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

২০২৫ মে ০৯ ১১:২৫:০২
গ্রেফতারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে নগরীর দেওভোগ এলাকার চুনকাকুটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকেই তার বাড়ির আশপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে জড়ো হয়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং বাড়ির চারপাশ ঘিরে রাখেন।

গ্রেফতারের সময় সাংবাদিকদের উদ্দেশে সেলিনা হায়াৎ আইভী বলেন, “পুলিশ কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি নারায়ণগঞ্জে ২১ বছর ধরে সেবা দিয়েছি, কোনো দল বা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি। বরং আমি সবসময় সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অথচ আজ আমাকে অপরাধী বানিয়ে গ্রেফতার করা হলো।”

তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি আগের মতোই পাশে থাকার আহ্বান জানান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করতে গেলে তিনি তাৎক্ষণিক যেতে রাজি হননি। পরে তিনি নিজেই জানান ভোরে যাবেন। সেই অনুযায়ী ভোরে আমরা তার বাড়ির দরজার সামনে গেলে তিনি বেরিয়ে আসেন এবং গ্রেফতারি প্রক্রিয়ায় সহযোগিতা করেন। তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে