ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

দুই দিনে ভারতীয় শেয়ারের দাম কমেছে ৮৩ বিলিয়ন ডলার

২০২৫ মে ০৯ ২১:০৮:০৪
দুই দিনে ভারতীয় শেয়ারের দাম কমেছে ৮৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় শুক্রবার (৯ মে) টানা দ্বিতীয় দিনের জন্য ভারতীয় শেয়ারের দাম কমেছে। এর ফলে দেশটির বাজার মূল্য প্রায় ৮৩ বিলিয়ন ডলার কমে এসেছে।

গত মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার পর পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালায় নয়াদিল্লি। এরপর থেকে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছে।

ভারতীয় স্টক মার্কেট সূচক 'নিফটি ৫০' শুক্রবার ১.১% কমেছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ২৪,০০০-পয়েন্টের সীমার উপরে বন্ধ হয়েছে। 'বিএসই সেনসেক্স' সূচক ১.১% হ্রাস পেয়ে আগের দিনের ৮০,০০০ স্তরের নিচে এসে থেমেছে। সর্বনিম্ন পর্যায়ে, ভারতের বাজার ১০৮ বিলিয়ন ডলার হারানোর আশঙ্কায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার সূচকগুলো প্রায় ০.৫% কমে যায়। সব মিলিয়ে এই সপ্তাহে প্রায় ১.৩% কমেছে, যা তিন সপ্তাহের ঊর্ধ্বগতির ধারা ভেঙে দিয়েছে।

প্রফিটমার্ট সিকিউরিটিজের গবেষণা প্রধান অবিনাশ গোরক্ষক বলেছেন, এত উত্তেজনার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ বাজারগুলো আতঙ্কিত। কারণ, পাকিস্তানের আরও প্রতিশোধমূলক পদক্ষেপ দীর্ঘস্থায়ী, পূর্ণাঙ্গ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে মৌলিক বিষয়গুলো পেছনে পড়ে যাবে। অন্যদিকে সংঘাতের আপডেটগুলোর প্রভাব বাজারের গতি কমপক্ষে এক সপ্তাহের জন্য ব্যাহত করতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে