ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

২০২৫ মে ০৯ ২০:৫৩:৩৪
আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সময়ক্ষেপণ ও স্বৈরাচারীদের পালাতে সহায়তার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৯ মে) রাজধানীর খামারবাড়িতে আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারের দোসরদের পালানোর সুযোগ করে দিচ্ছে ইন্টারিম সরকার। তারা ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।”

তিনি আরও বলেন, “দেশ কোনো ব্যক্তি বা দলের নয়—দেশটা জনগণের। আওয়ামী লীগ সংবিধানকে দলীয় কাগজে পরিণত করেছিল। সেই অবস্থায় সংবিধান সংস্কার এখন সময়ের দাবি। শেখ হাসিনা যেভাবে ৫ আগস্ট পালিয়ে গেছে, সেভাবেই পালিয়েছেন আবদুল হামিদ। অথচ সরকার বলছে তারা কিছুই জানে না—এটা জনগণের সঙ্গে তামাশা।”

তারেক রহমান সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়, তাহলে দায়বদ্ধতা প্রমাণ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপে এখনই জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রতিটি ধর্ম ভালোবাসা ও সহাবস্থানের শিক্ষা দেয়। বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে