ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বৃষ্টি কবে জানালো আবহাওয়া অফিস

২০২৫ মে ০৯ ১৬:৪২:৫১
বৃষ্টি কবে জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: দেশের ৪৫টি জেলায় চলমান তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। তবে স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর— আগামী রোববার (১১ মে) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমিয়ে আনবে এবং স্বস্তি ফেরাবে জনজীবনে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা। তাপপ্রবাহ অব্যাহত থাকবে রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রামসহ ১৪টির বেশি জেলায়।

রোববার থেকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে তাপপ্রবাহ পুরোপুরি দূর হবে না।

সোমবার ও মঙ্গলবার একই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪৬ মিলিমিটার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে