ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

রেমিট্যান্স শূন্য ৮ ব্যাংকের তালিকা প্রকাশ

২০২৫ এপ্রিল ২০ ২৩:৪৬:০২
রেমিট্যান্স শূন্য ৮ ব্যাংকের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসে ঈদের আগে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। ঈদের পরেও রেমিট্যান্সের গতিধারা অব্যাহত রয়েছে। চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ৯৮৪ কোটি টাকা। আর প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ডলারের বেশি বা ১১০৪ কোটি টাকা। তবে আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে, এপ্রিলের প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ৯৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ডলারের বেশি এসেছে, এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৩ লাখ ২০ হাজার ডলার।

আলোচিত সময়ের ৮টি ব্যাংক, যেগুলোতে কোনো রেমিট্যান্স আসেনি, সেগুলোর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অন্তর্ভুক্ত। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে আছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উরি ব্যাংক।

সদ্য বিদায়ী মার্চ মাসে দেশে মোট ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার তথ্য পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকার সমান। গত বছরের একই সময়ের তুলনায় (১.৭১ বিলিয়ন ডলার) মার্চ মাসে ১৫৮ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

বর্তমান ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৮ কোটি ডলার, যা গত অর্থবছরে একই সময়ে (১ হাজার ৭০৮ কোটি ডলার) তুলনায় ৪৭০ কোটি ডলার বেশি। ডিসেম্বরে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা মার্চ মাসে নতুন রেকর্ড ভেঙে ৩.২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা ৮ মাসের বেশি সময় ধরে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে