ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিল চীন

২০২৫ এপ্রিল ১৫ ১৭:০৪:১৮
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিল চীন

নিজস্ব প্রতিবেদক: চলমান বাণিজ্যযুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। দেশটি বিরল কিছু খনিজ পদার্থ এবং চুম্বকের রপ্তানি বন্ধ করেছে যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই পদক্ষেপে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হতে পারে গাড়ি নির্মাতা, অ্যারোস্পেস কোম্পানি, সেমিকন্ডাকটর উৎপাদক এবং সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। কারণ এসব শিল্পে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ উপাদান যেমন বিরল চুম্বক ও খনিজ পদার্থমূলত চীন থেকেই সরবরাহ করা হয়ে থাকে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীন সরকার কয়েকদিন ধরে এই রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করে একটি খসড়া বিধিমালা তৈরি করেছে। এতে বিরল চুম্বক এবং খনিজ পদার্থগুলোর ওপর রপ্তানি নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। এই নতুন ব্যবস্থা চালু হলে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তিভিত্তিক কোম্পানিগুলোর জন্য এসব উপাদান স্থায়ীভাবে অপ্রাপ্য হয়ে যেতে পারে।

গাড়ি, ড্রোন, রোবট থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত বহু উচ্চপ্রযুক্তি পণ্যের উৎপাদনে বিরল চুম্বক অপরিহার্য। ইতোমধ্যে চীন প্রশাসন বিভিন্ন বন্দর দিয়ে চুম্বকের চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে ছয়টি বিরল ভারী ক্ষারমৃত্তিকা এবং চুম্বকের রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ বিরল চুম্বক উৎপাদন করে চীন এবং এগুলোর প্রায় সবগুলোই দেশটির অভ্যন্তরেই পরিশোধন করা হয়। যুক্তরাষ্ট্র এই খাতে সবচেয়ে বেশি আমদানিকারক হওয়ায় তাদের শিল্প উৎপাদন ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।

চীনের এই কড়া পদক্ষেপ এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল চীনের বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেন। চীন জানিয়েছে তাদের এই রপ্তানি নিষেধাজ্ঞা অন্তত দুই মাস কার্যকর থাকলে যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানির স্টক শেষ হয়ে যেতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে