ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘এক সপ্তাহের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

২০২৫ জুন ৩০ ১২:৪৫:৫২
‘এক সপ্তাহের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি।

রোববার (২৯ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতি আসলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের 'সংঘবদ্ধ' হওয়ার জন্য একটি কৌশল। এই সময়ে তারা পুনরায় প্রস্তুতি নিয়ে আক্রমণ করবে বলে তিনি সতর্ক করেছেন।

ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে মোত্তাকি আরও বলেছেন, মার্কিন সহায়তায় ইসরায়েল যুদ্ধবিরতির কৌশল কাজে লাগিয়ে ফের ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পরিচালনা করবে। তার মতে, যুদ্ধবিরতির এই সময়কে উভয় দেশ নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন ও নতুন পরিকল্পনা গ্রহণের জন্য ব্যবহার করছে। মোত্তাকি বিশেষভাবে উল্লেখ করেছেন, এবার হামলার লক্ষ্যবস্তু হবেন ইরানি কর্মকর্তারা।

টানা ১২ দিনের সংঘাত শেষে গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, যেকোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে এবং নতুন করে সংঘাত শুরু হতে পারে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে