ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

আ.লীগের মানসিক স্বাস্থ্য নিয়ে পিনাকীর তীর্যক মন্তব্য

২০২৫ জুলাই ০১ ১৪:২৪:৩৫
আ.লীগের মানসিক স্বাস্থ্য নিয়ে পিনাকীর তীর্যক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: নির্বাসিত রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য মন্তব্য করেছেন, “সব আওয়ামী লীগারই মানসিকভাবে অসুস্থ”। তিনি এদের “থেরাপি ও রিহ্যাবে পাঠানো উচিত” বলে মত দিয়েছেন।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে পিনাকী লিখেছেন,“আবু সাঈদকে নিয়ে কটূক্তি করা সেই স্কুলছাত্র ভবিষ্যতে হয়তো একজন ‘মুজিব’ হতে পারে। ১৮ বছর বয়সে ক্লাস টেনে পড়ছে—সাবাশ! সোহরাওয়ার্দীর বডিগার্ডও সম্ভবত এমন ছিল—বাইশ বছর বয়সে মেট্রিক পাস করেছিল।”

তিনি আরও বলেন,“আবু সাঈদ তো তাকে কিছু বলেনি, কোনো ক্ষতি করেনি। সে একজন বীর শহীদ। তার প্রতি কটূক্তি কেন? শহীদ হওয়ার অপরাধ কী—এই প্রশ্নই কি এখন দায়?”

পিনাকীর ভাষ্য, “এই কিশোরকে রিহ্যাবে পাঠানো উচিত। সে মানসিকভাবে সুস্থ নয়। তবে এ তো শুধু একজন নয়—আমার মতে, সব আওয়ামী লীগারই মানসিকভাবে অসুস্থ। এদের জন্য প্রয়োজন অন্তত দুই ধরনের থেরাপি ও রিহ্যাব।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে