ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টমসের কমিশনার

২০২৫ জুলাই ০২ ০৬:১৭:৫১
মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টমসের কমিশনার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা 'শাটডাউন ও মার্চ টু এনবিআর' কর্মসূচিতে যোগ দেওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই ব্যবস্থা নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, সঠিকভাবে সেবা প্রদান করলে কারো কোনো সমস্যা হবে না।

এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ২৮ জুন থেকে লাগাতার 'কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর' কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচিতে সারা দেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন।

এরপর আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের সেবাগুলোকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। বাধ্য হয়ে ২৯ জুন রাতে ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।

একই দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাজস্ব ক্ষতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান পরিচালনার ঘোষণা দেয়।

মঙ্গলবারও দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনের সামনের সারিতে থাকা এনবিআরের আরও তিন কর্মকর্তাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হচ্ছে। এবার শনি ও রোববারের কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হলো বলে মনে করা হচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে