ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় নতুন টুইস্ট

২০২৫ জুলাই ০১ ১৫:০৯:১৮
শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় নতুন টুইস্ট

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণহত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগকে "সঠিক নয়" বলে মন্তব্য করেছেন স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) অ্যাডভোকেট আমির হোসেন। মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি এ মন্তব্য করেন।

এদিন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আদালতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন। আদালত আগামী ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। ১৬ জুন ট্রাইব্যুনাল দুই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় তাদের হাজিরার জন্য। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁরা আদালতে হাজির হননি। ফলে ট্রাইব্যুনাল তাঁদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। অপরদিকে, মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুন আদালতে উপস্থিত ছিলেন।

বিভিন্ন পর্যায়ের আদেশ ও তদন্ত অগ্রগতি

গত ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয়।

একই সঙ্গে তাদের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনাকে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

১৭ ডিসেম্বর ২০২৪ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৫—দুই দফায় তদন্ত দ্রুত সম্পন্নের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে নির্বিচারে গুলি চালায় এবং হত্যাযজ্ঞ চালায়। এতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়। এসব অপরাধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

স্টেট ডিফেন্স অ্যাডভোকেট আমির হোসেন দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়নি এবং এতে বিভ্রান্তি ছড়ানোর উপাদান রয়েছে। তিনি বলেন, "বিচার যেন হয় ন্যায়ভিত্তিক ও নিরপেক্ষ, সেই চেষ্টায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে