ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

শাহবাগে ইনকিলাবের লাল বার্তা

২০২৫ জুলাই ০১ ২০:২০:০১
শাহবাগে ইনকিলাবের লাল বার্তা

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীতে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং কাকরাইল হয়ে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর আগে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতারা অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো ‘জুলাই সনদ’ ঘোষণা না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা “ক্ষমতা না জনতা, জনতা জনতা”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না”— এমন নানা স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন,“জুলাই সনদ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকার ৩০ দিনের সময় নিয়েছিল, যা ২৫ জুন শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেই সনদ আসেনি। আমরা জানতে চাই, তারা কোনো রাজনৈতিক দলের চাপে কেন চুপ করে আছে? যদি সাহস থাকে, সেই দলের নাম প্রকাশ করুন— জনগণই তাদের জবাব দেবে।”

তিনি আরও বলেন,“২ হাজার শহীদ, ৩০ হাজার আহতের রক্তের বিনিময়ে যে ইন্টারিম সরকার এসেছে, যদি তারা জনগণের স্বার্থ রক্ষা করতে না পারে, তবে তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবেই।”

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি বলেন,“সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আজ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও তারা ব্যাখ্যা দেয়নি কেন ঘোষণা দিতে পারেনি। আমরা দাবি করছি, এই মাসের মধ্যেই যদি তারা সনদ না দেয়, তাহলে গণভোট দিয়ে নির্ধারণ করা হোক জনগণের মতামত।”

তিনি আরও বলেন,“জুলাই সনদ কোনো দলের দলিল নয়— এটি ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই সনদ সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও চ্যালেঞ্জের মুখে পড়বে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে