ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

জুলাই বিপ্লবে ফের জেগে উঠলেন ড. মুহাম্মদ ইউনূস

২০২৫ জুলাই ০১ ১২:৪৮:২৭
জুলাই বিপ্লবে ফের জেগে উঠলেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারের যেকোনো লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা দমন করতে হবে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এটাই হোক জুলাইয়ের শিক্ষা।”

মঙ্গলবার (১ জুলাই), ‘জুলাই বিপ্লবের’ বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী স্মরণ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাইয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষ যে ঐক্য দেখিয়েছে, তা যেন চিরস্থায়ী হয়। যেন আবার ১৬ বছর অপেক্ষা করতে না হয় নতুন অভ্যুত্থানের জন্য। স্বৈরাচারের প্রথম পাতাই যেন আর খুলতে না পারে—আমাদের প্রস্তুত থাকতে হবে।"

তিনি বলেন, “এক বছর আগে শিক্ষার্থীদের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ আহ্বান। সেই আহ্বান ছিল—ফ্যাসিবাদ নির্মূল করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”

ড. ইউনূস বলেন, “জুলাই শুধু আবেগ নয়, এটা প্রতিজ্ঞার মাস। গত বছরের অভ্যুত্থানে আমরা প্রাথমিক লক্ষ্যে পৌঁছেছি। তবে মূল লক্ষ্য ছিল—নতুন রাষ্ট্রব্যবস্থা নির্মাণ।”

তিনি বলেন, প্রতিবছর এই সময়কাল উদ্‌যাপনের মাধ্যমে যেন আমরা আগাম বিপদ শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। “স্বৈরাচারের আভাস পেলেই প্রতিরোধ—এই হোক জাতির মানসিকতা।”

সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন’ কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। ৫ আগস্ট দিনটিকে চিহ্নিত করা হয়েছে ‘৩৬ জুলাই’ নামে, যা হবে কর্মসূচির চূড়ান্ত আয়োজন।

উক্ত দিনে দেশজুড়ে হবে:

৩৬ জেলার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

শহীদ পরিবারের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

বিজয় মিছিল

গান, ডকুমেন্টারি প্রদর্শনী

এবং দেশের প্রথম বড় আকারের ড্রোন শো ও এয়ার শো

গত বছরের জুলাই মাসজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই বিপ্লবকে বলা হয় “জুলাই গণঅভ্যুত্থান” বা “জুলাই বিপ্লব”।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে