ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

‘জোর করে চেয়ারে বসিনি’— কীসের ইঙ্গিত দিলেন সিইসি

২০২৫ জুলাই ০১ ১৭:৫৬:৪৯
‘জোর করে চেয়ারে বসিনি’— কীসের ইঙ্গিত দিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে, তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কোনো কথা হয়নি।

মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “জোর করে চেয়ারে বসে যাইনি, কাজ করতেই বসা। সরকার এবং কমিশন উভয়ই নিরপেক্ষ থেকে কাজ করছে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা প্রস্তুত। উত্তরে সিইসি বলেন, “কমিশনের গাড়ি ফুল গিয়ারে চলছে।”

জাতীয় নির্বাচনের তফসিল প্রসঙ্গে সিইসি বলেন, নিয়ম অনুযায়ী ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।

সাবেক দুই সিইসিকে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি বিচারাধীন বিষয়, এ নিয়ে মন্তব্য করতে চান না।

উল্লেখ্য, গত ২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির একান্ত বৈঠক হয়। যদিও সেই সময় আলোচনার বিষয়বস্তু জানানো হয়নি। এর আগে ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং পরে একটি যৌথ বিবৃতি দেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে