ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

৪৫ কোটি শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক

২০২৫ জুলাই ০১ ০৭:২৩:০৭
৪৫ কোটি শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসির পর্ষদ শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে শেয়ারগুলো ইস্যু করা হবে। গত ২৯ জুন অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

প্রকাশিত মূল্য সংবেদনশীল (পিএসআই) তথ্যানুসারে, কোম্পানিটির ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়ামসহ মোট ১৫ টাকা মূল্যে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে।

এই সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

এরপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যু করার সিদ্ধান্তটি কার্যকর করা হবে।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৩ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সায়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে