ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

উড্ডয়নের ৭ মিনিটের মধ্যেই মাটিতে বিধ্বস্ত, বিমানের সব আরোহী নিহত

২০২৫ জুলাই ০২ ০০:১৮:২৫
উড্ডয়নের ৭ মিনিটের মধ্যেই মাটিতে বিধ্বস্ত, বিমানের সব আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট: মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ধনাঢ্য শিল্পপতি জেমস 'জিম' ওয়েলার ও তার পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন আরোহী নিহত হয়েছেন। গত ১৪ জুন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে তাদের প্রাইভেট চেসনা-৪৪১ মডেলের বিমানটি উড্ডয়নের মাত্র সাত মিনিট পরেই বিধ্বস্ত হয়।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দূরে মাটিতে আছড়ে পড়ে। ধনাঢ্য শিল্পপতি জিম ওয়েলার ও তার পরিবার ছুটি কাটাতে বোজম্যান, মন্টানার উদ্দেশে যাত্রা করছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুজন অভিজ্ঞ পাইলট এবং চারজন যাত্রী ছিলেন। কিন্তু তাদের কেউই বেঁচে নেই। প্রশাসন এটিকে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা বলে অভিহিত করেছে।

বিমানটির দুর্ঘটনার কারণ জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে