ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

আল আরাফাহ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

২০২৫ এপ্রিল ১৩ ২০:৩৩:৩১
আল আরাফাহ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতে নজিরবিহীন রদবদল ও শুদ্ধি অভিযান চলছে। সর্বশেষ একাধিক শীর্ষ কর্মকর্তা, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও বিভাগীয় প্রধানদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের পরিচালনা বোর্ডের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ব্যাংকের ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভূঁইয়া এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে চলছে বিশেষ অডিট। অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশ ত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে।

২০২৫ সালের ৬ এপ্রিল ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এরও আগে, ৫ জানুয়ারি একসাথে এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।

যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম আল আরাফাহ ইসলামী ব্যাংক। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের ভাই আব্দুস সামাদ লাবু। গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এই বোর্ড ভেঙে লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ারের নেতৃত্বে ৫ সদস্যের নতুন বোর্ড গঠন করে। নতুন বোর্ড ব্যাংক পরিচালনায় নানাবিধ অসঙ্গতি ও অনিয়ম চিহ্নিত করেছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকিতে দেশের ব্যাংক খাতে একধরনের ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়া চলছে। বিশেষ করে ইসলামী ও প্রাইভেট ব্যাংকগুলোতে অস্বচ্ছ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় ব্যাংক এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলেছে বলে সূত্রে জানা গেছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে