ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে যা জানালেন চিকিৎসক

২০২৫ এপ্রিল ১৪ ১০:৫৪:৩৬
ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে যা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে শুক্রবার প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্য পরীক্ষার পর হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়ক্যাপ্টেন শন বারবাবেলার বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদ্‌যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক শারীরিক অবস্থা খুবই ভালো। তাঁর সক্রিয় জীবনযাপন এই সুস্থতায় বড় অবদান রাখছে।’

৭৮ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি, যিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে হোয়াইট হাউস ছাড়ার সময় তাঁর আগের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ছিল ৮২ বছর।

চিকিৎসক বারবাবেলা আরও জানান, ট্রাম্পের রক্ত, হৃদ্‌যন্ত্রের পরীক্ষা ও আলট্রাসনোগ্রাম করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মানসিক ও শারীরিকভাবে খুবই ভালো আছেন এবং কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত।’

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে