ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করলো বিডা

২০২৫ এপ্রিল ১৩ ২০:৪২:২২
১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করলো বিডা

নিজস্ব প্রতিবেদক: দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এরমধ্যে ৫টি সরকারি ও ৫টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল রয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।

এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ) বাতিল করা হয়েছে।

এ বিষয়ে ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান বলেন, ১০০টির মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা সচক্ষে দেখে উচ্ছ্বসিত বিদেশিরা। বিনিয়োগ সম্মেলনের সফলতা নিয়ে বিডা চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, গত ৭ থেকে ১০ এপ্রিল রাজধানী ঢাকায় বিনিয়োগ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি কমপক্ষে সাড়ে চারশোর মতো বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন এই আয়োজনে।

চারদিনের এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে সামনে রেখে ২০৩৫ সালের রূপরেখা তুলে ধরেন তারা। ফলশ্রুতিতে অধীর আগ্রহ দেখিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। সম্মেলনে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে