ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

খরচ ১ কোটি ৪৫ লাখ, বিনিয়োগ প্রস্তাব ৩১০০ কোটি টাকার

২০২৫ এপ্রিল ১৩ ১৮:১৯:০৬
খরচ ১ কোটি ৪৫ লাখ, বিনিয়োগ প্রস্তাব ৩১০০ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। এই সম্মেলন থেকে এখন পর্যন্ত বিনিয়োগের ঘোষণা এসেছে ৩ হাজার কোটি টাকার বেশি। সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে।

ঢাকায় অনুষ্ঠিত চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

বিডা চেয়ারম্যান বলেন সম্মেলনের মাধ্যমে বিনিয়োগ আগ্রহ প্রকাশকারী অনেক বিদেশি প্রতিষ্ঠান দেশে আগ্রহ দেখিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন এই বিনিয়োগ প্রস্তাবগুলো সম্মেলনের একক সাফল্য নয়। বরং এগুলো চলমান আলোচনার ফসল যা আগে থেকেই বিবেচনায় ছিল। তাই সামিটে হঠাৎ করেই বিশাল অঙ্কের বিনিয়োগ সিদ্ধান্ত এসেছে এমন ভাবার সুযোগ নেই। তার ভাষায়, “চারদিনের সামিটে এসে কেউ ১০০ কোটি টাকার চেক লিখে ফেলবে, এমনটা বাস্তব নয়।”

তিনি আরও বলেন এই সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের ফ্যাক্টরি ভিজিট করানো হয়েছে, সম্ভাব্য শিল্প স্থাপনের জায়গা পরিদর্শন করানো হয়েছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। সামিটে সরকারি খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। কিন্তু খরচের ভিত্তিতে সম্মেলনের সফলতা মূল্যায়ন করা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিডার চেয়ারম্যান আরও জানান সম্মেলনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সঙ্গে ভবিষ্যত যোগাযোগ রাখতে তাদের ‘থ্যাংক ইউ’ ই-মেইল পাঠানো হবে এবং তাদেরকে একযোগে যোগাযোগের আওতায় রাখা হবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রতি বছর এমন সম্মেলনের আয়োজন করা যেতে পারে এবং ভবিষ্যতে নতুন সরকারও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ও উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার।

নাহিয়ান রহমান রোচি জানান এবারের সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন ৭৫০ জন প্রতিনিধি, যার মধ্যে ৪১৫ জনই বিদেশি। পুরো সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার জন অংশগ্রহণকারী। এছাড়া বক্তা ও প্যানেলিস্ট ছিলেন মোট ১৩০ জন।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে