ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশের ‘পাসপোর্ট’ প্রসঙ্গে যা বললো ইসরাইলি গণমাধ্যম

২০২৫ এপ্রিল ১৪ ১০:২০:১৭
বাংলাদেশের ‘পাসপোর্ট’ প্রসঙ্গে যা বললো ইসরাইলি গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পাসপোর্টে বহু আলোচিত ‘ইসরাইল ব্যতীত’ শর্ত আবারও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সে বাস্তবতায় এটি আবারও আন্তর্জাতিক আলোচনায় এসেছে।

রোববার টাইমস অব ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার পাসপোর্টে "ইসরাইল ব্যতীত" শর্তটি পুনঃস্থাপন করেছে। ফলে বাংলাদেশি নাগরিকরা যেন ইসরায়েল ভ্রমণ করতে না পারেন, তা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, “এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ।” কিন্তু ২০২১ সালে শেখ হাসিনা সরকারের সময় আন্তর্জাতিক মানের দোহাই দিয়ে এটি ই-পাসপোর্ট থেকে সরিয়ে ফেলা হয়। যদিও বাংলাদেশিরা ইসরায়েল ভ্রমণ করতে পারেননি তবু এই লেখাটি না থাকা নিয়ে দেশ-বিদেশে বিতর্ক সৃষ্টি হয়।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক আদেশে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনরায় অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, “পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

এর আগে শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত বিশাল বিক্ষোভের খবরও প্রচার করে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় এক লাখ মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন। তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগান দেন এবং ফিলিস্তিনি পতাকা বহন করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি জুতা দিয়ে আঘাত করেন। তাদের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার অভিযোগ তোলা হয়।

বাংলাদেশে ইসরায়েল বিরোধী মনোভাব ঐতিহাসিকভাবে স্পষ্ট। তাই পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল দেশের নাগরিকদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে