ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুর

২০২৫ এপ্রিল ১৩ ২৩:৫৪:৪৪
পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে মঞ্চ, প্যান্ডেল, চেয়ার এবং অন্যান্য সরঞ্জামের ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেশ কয়েকজন যুবক এসে এই তছনছের ঘটনা ঘটায়। ভাঙচুরের ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

এমন পরিস্থিতিতে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা কাল পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নববর্ষ উদযাপন পরিষদের অন্যতম সংগঠক প্রণব চৌধুরী বলেন, "ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক এসে আমাদের মঞ্চ এবং অন্যান্য নিরঞ্জন ভেঙে ফেলে। বৈশাখের আগের দিন এমন ঘটনার কোন স্থান নেই, এটি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক বড় ধাক্কা।"

কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, "ভাঙচুরের ঘটনা সম্পর্কে আমরা জানি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কার্যক্রম পরিচালনা করছে।"

এদিকে, চট্টগ্রামের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসীম বলেন, "এ হামলা দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য একটি অশনি সংকেত। অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ডিসি হিলে হামলা কেবল অনুষ্ঠানের ব্যাহত নয়, তা আমাদের বাঙালি সংস্কৃতি ও অতীতের অর্জনকে ধূলিসাৎ করার চেষ্টা।"

অব্যাহত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানানো হয়েছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানানো হয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে