ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল’

২০২৫ এপ্রিল ১৩ ১৯:৫১:১৩
‘রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি এ ঘটনাকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে আখ্যায়িত করেন।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে বিপদে ফেলার উদ্দেশ্যে একটি সুপরিকল্পিতভাবে এই চুরির পরিকল্পনা করা হয়েছিল।

তিনি জানান, রিজার্ভ চুরির ঘটনায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে, যার মধ্যে এখনো ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার সম্ভব হয়নি। এই ঘটনার তদন্তে গঠিত রিভিউ কমিটিতে তিনি সদস্য হিসেবে রয়েছেন।

ড. আসিফ নজরুল বলেন, এই চুরির পেছনে যারা রয়েছেন, তাদের বিচারের আওতায় আনতেই হবে। ড. কামাল হোসেন এই প্রক্রিয়ায় সঠিক আইনি পরামর্শ দেবেন। আশা করছি, আগামী তিন মাসের মধ্যেই তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরেই কিছু কর্মকর্তা এই চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী সরকারের আমলের তদন্তে গাফিলতির অভিযোগও তুলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, সিআইডিকে আগেই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল, যেন অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের জড়িত কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত না করা হয়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে