ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

টিউলিপ বিতর্কে যা বললেন তার আইনজীবী

২০২৫ এপ্রিল ১৪ ০৯:২১:১৫
টিউলিপ বিতর্কে যা বললেন তার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। রোববার পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ৫৩ জনের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়। তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তী।

এ বিষয়ে টিউলিপের আইনজীবী পল থুয়েট জানান, এই মামলার বিষয়ে টিউলিপকে কোনোভাবেই অবহিত করা হয়নি। তিনি বলেন, “আমার মক্কেল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর সংবাদমাধ্যম থেকেই জেনেছি। দুর্নীতি দমন কমিশন বা বাংলাদেশ সরকারের কেউ টিউলিপের সঙ্গে কখনো যোগাযোগ করেনি।”

থুয়েট আরও বলেন, “গত কয়েক মাস ধরে টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দুদক এসব বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আমাদের বিশ্বাস এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি দাবি করেন টিউলিপ বাংলাদেশে কখনো কোনো প্লট পাননি এবং কাউকে প্লট পেতে প্রভাবও খাটাননি।

গত জানুয়ারিতে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে ৭ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার গুঞ্জনের মধ্যেই টিউলিপ সিটি মিনিস্টারের পদ ছেড়ে দেন।

এর আগে গত বছর শেখ হাসিনার সরকার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে। এরপরই টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে।

এক্স (পূর্বতন টুইটার)-এ ২ এপ্রিল টিউলিপ লিখেছিলেন, “এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যুক্তরাজ্যে আইনের শাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল। যে কোনো যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রে নিজেকে জড়াব না।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে