ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০২৫ এপ্রিল ১৪ ১০:৩০:৫২
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও, নতুন বছর শুরুর দিকেই আবারও টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। সেইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে।

১৪ এপ্রিল (সোমবার): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে মৌলভীবাজার, ফেনী, বান্দরবান, কক্সবাজারসহ কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

১৫ এপ্রিল (মঙ্গলবার): ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

১৬ এপ্রিল (বুধবার): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৭ এপ্রিল (বৃহস্পতিবার): দেশের প্রায় সব বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৮ এপ্রিল (শুক্রবার): একই ধারা বজায় থাকবে। দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় এই গরমের তীব্রতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই সময় বজ্রঝড় ও দমকা হাওয়ার আশঙ্কা থাকায় সাবধানে চলাচল এবং আবহাওয়ার আপডেট নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে