ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরো ভয়ংকর রুপে’

২০২৫ এপ্রিল ১৪ ১২:৩৯:৪৯
‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরো ভয়ংকর রুপে’

নিজস্ব প্রতিবেদক: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে এবারের বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এবার ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফটি সবার সামনে রাখা হয়েছে। ফ্যাসিবাদী মোটিফের মাধ্যমে ফিরে এসেছে ‘শেখ হাসিনার’ মুখাকৃতি।

সেই মোটিফ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে দেওয়া ওই পোস্টে বলেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরো ভয়ংকর রুপে।’

শফিকুল আলমের ওই পোস্টের কমেন্টে সাইফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘ছাএলীগ কখনও ভুল বলে না...। তারা বলেছিল আপা ফিরবে, আরো ভয়ংকর রুপে, ঠিকই আজ প্রমাণ পেলাম।’

নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে দ্রুত সময়ের মধ্যে নতুন মোটিফ তৈরি করা হয়, এবং সেই নতুন মোটিফের ভিত্তিতে আজ পুনরায় নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে প্রেসসচিব মন্তব্য করেছেন, ‘দেশে ইতিমধ্যেই অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি এবং যেটুকু অশুভ রয়েছে, তা-ও অচিরেই দূর হয়ে যাবে।’

আজ সোমবার সকালে ৯টা ৩ মিনিটে শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামন থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর এবং বাংলা একাডেমির সামনে দিয়ে সাড়ে ১০টায় পুনরায় চারুকলার অঙ্গনে এসে শেষ হয়। শেষে, মোটিফগুলো সবার দেখার জন্য চারুকলায় প্রদর্শন করা হয়েছে।

শোভাযাত্রায় ‘হাসিনার বিচার কর’, ‘জুলাই গণহত্যার বিচার কবে?’, ‘ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল কর’,ইত্যাদি প্ল্যাকার্ড দেখানো হয়। এ ছাড়া মাঝারি-ছোট সাইজের ১৪টি মোটিফ, নানা মুখোশ, চিত্র দেখানো হয়।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে