ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

আপত্তি সত্ত্বেও ২০১৪ সালে অনুমোদন দেন শেখ হাসিনা

২০২৫ এপ্রিল ১৩ ১১:০০:১২
আপত্তি সত্ত্বেও ২০১৪ সালে অনুমোদন দেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ) ও ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। আইওএফ গঠনের প্রস্তাবনা ২০১৪ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেয়েছিল যদিও বিভিন্ন মহল এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল।​

আইওএফ গঠনের পর সাতটি প্রতিষ্ঠান ইউনিক ইনফোওয়ে, ডিজিকন টেলিকমিউনিকেশনস, রুটস কমিউনিকেশনস, গ্লোবাল ভয়েস, মীর টেলিকম, বাংলা ট্র্যাক ও নভো টেলিকম আন্তর্জাতিক কল আদান-প্রদানের একচেটিয়া সুবিধা পায়। এর মাধ্যমে তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। আইওএফ-এর মাধ্যমে সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্লোবাল ভয়েসের সঙ্গে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।​

বিটিআরসি ইতোমধ্যে এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছে যেখানে বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা দুর্নীতির ইঙ্গিত দেয়। মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদও এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ করেছেন যা টেলিযোগাযোগ খাতে ভয়াবহ লুটপাটের ইঙ্গিত দেয়।​

বর্তমানে বিটিআরসি আইওএফ ও আইজিডব্লিউ অপারেটরদের মধ্যে বিদ্যমান অপারেশনাল চুক্তির অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করবে। এই পদক্ষেপের মাধ্যমে টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব অপচয় রোধে কার্যকর ভূমিকা পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে