ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
Sharenews24

জনপ্রিয়তা আকাশচুম্বী, অথচ নির্বাচনে নেই ছোঁয়া

২০২৫ এপ্রিল ১৩ ০৮:৫৯:১২
জনপ্রিয়তা আকাশচুম্বী, অথচ নির্বাচনে নেই ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক : গত শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছিল। ইসলামি চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেন। এ আয়োজন ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। অথচ প্রশ্ন উঠছে এত বড় জনসমর্থন থাকলেও ভোটের মাঠে কেন আলেম সমাজ তেমন প্রভাব রাখতে পারেন না?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম. আলী রেজা মনে করেন নির্বাচন আর অরাজনৈতিক কর্মসূচি এক নয়। নির্বাচনে জনসমর্থন বিভাজিত থাকে। রাজনৈতিক দলগুলোর ইশতেহার, সংগঠন, পলিসি এসবই গুরুত্বপূর্ণ। গাজা ইস্যু একটি সর্বজনীন মানবিক ইস্যু তাই সবাই এসেছে। কিন্তু ভোটে বিভাজন স্পষ্ট।

তিনি আরও বলেন ড. মিজানুর রহমান আজহারীর মতো জনপ্রিয় বক্তার উপস্থিতি মানুষকে আকৃষ্ট করেছে। তবে নির্বাচনের সময় এমন সর্বজনীনতা থাকে না।

তেজগাঁও মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামি বক্তা ড. আবুল কালাম আজাদ বাশার জানান আলেমরা যখন অরাজনৈতিক ব্যানারে আহ্বান জানান তখন সব শ্রেণির মানুষ আসেন। কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে ডাক দিলে অনেকেই অংশ নেন না।

তিনি বলেন মানুষ ইসলামের প্রতি সহানুভূতিশীল হলেও ইসলামি নেতৃত্ব রাষ্ট্রে চাই কি না সেখানে দ্বিধা আছে। তাছাড়া আলেমরা এখনো রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে পারেননি। যোগ্য নেতৃত্ব আছে কিন্তু তারা মাঠে প্রমাণ দিতে পারেন না।

ড. বাশার আরও বলেন আমাদের দেশে দীর্ঘদিন ধরে অর্থভিত্তিক বুর্জোয়া রাজনীতি চলে আসছে। আলেমদের হাতে অর্থ নেই তাই তারা দল ভারী করতে পারেন না। আবার অনেকে মনে করেন রাজনীতি আলেমদের জন্য নয়।

তিনি মনে করেন যদি আলেমরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে একটি প্রতীকে নির্বাচন করেন তাহলে বড় ধরনের প্রভাব ফেলতে পারেন।

আলেমদের জনসমর্থন যে আছে তা প্রমাণ করেছে ‘মার্চ ফর গাজা’। তবে রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাদের ঐক্য, সংগঠন ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আনতে হবে। নৈতিক শক্তি থাকলেও নির্বাচনী রাজনীতিতে টিকে থাকতে হলে কৌশলগত প্রস্তুতি জরুরি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে