ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
Sharenews24

ফিলিস্তিন নিয়ে পোস্ট করে তোপের মুখে ভিক্টোরিয়া কলেজের শিক্ষিকা

২০২৫ এপ্রিল ০৮ ০৬:৪০:৩৯
ফিলিস্তিন নিয়ে পোস্ট করে তোপের মুখে ভিক্টোরিয়া কলেজের শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক মেহেরুন নেছা ফিলিস্তিন এবং হামাস সংক্রান্ত বিতর্কিত একটি পোস্ট দেওয়ার পর কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অধ্যাপক মেহেরুন নেছার এই পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অধ্যাপককে বয়কটের ডাক দেন এবং অভিযোগ করেন, তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন।

গত রোববার (৬ এপ্রিল) গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে ফেসবুকে পোস্ট করার পর শিক্ষার্থীরা দ্রুত তার মন্তব্যের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এতে করে কলেজের শিক্ষার্থীরা অধ্যাপককে অপসারণ না করা হলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুমকি দেন।

অধ্যাপক মেহেরুন নেছা তার বিতর্কিত পোস্টে লিখেছিলেন, "গাজার পরিণতির জন্য হামাসের কট্টর রাজনীতিই দায়ী।" পরে এই বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে তিনি ক্ষমাপ্রার্থনা করে আবার একটি পোস্ট করেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, তার মন্তব্য প্রকাশের ক্ষেত্রে অসতর্কতা ছিল এবং তিনি ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাপকের বক্তব্যগুলো তাদের কাছে অগ্রহণযোগ্য এবং তিনি হিজাব নিয়ে কটাক্ষ করেছেন তার পোস্টে। তারা দ্রুত অধ্যাপক মেহেরুন নেছাকে কলেজের বিভাগের থেকে অপসারণ করতে বলেন। যদি তাকে অপসারণ করা না হয়, তবে তারা ক্লাসে ফিরবেন না এমন অবস্থান নিয়েছেন।

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অধ্যাপক মেহেরুন নেছার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে