ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
Sharenews24

নরেন্দ্র মোদিকে নিয়ে যা বললেন সারজিস আলম

২০২৫ এপ্রিল ০৭ ১৯:৩১:১৪
নরেন্দ্র মোদিকে নিয়ে যা বললেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক : ভারতকে এগিয়ে নিতে উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন: “ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সম্মতিক্রমে ওয়াক্ফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি ‘কালো আইন’ তৈরি হলো। উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরো উগ্র সম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করল।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই।”

ভারতের ওয়াকফ আইন নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তিনি তার পোস্টে বলেছিলেন, "ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে।" নতুন আইন অনুযায়ী, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান রাখা হয়েছে, যার মাধ্যমে মুসলমানদের ঐতিহাসিক মসজিদসহ বহু সম্পত্তি বাজেয়াপ্ত করার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে