ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
Sharenews24

রাষ্ট্রদূতের সাথে প্রেম, প্রতারণা ও চাঁদাবাজির নাটক

২০২৫ এপ্রিল ১৩ ০৮:৫২:২৩
রাষ্ট্রদূতের সাথে প্রেম, প্রতারণা ও চাঁদাবাজির নাটক

নিজস্ব প্রতিবেদক : মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কাশিমপুর-২ কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে তাঁর পূর্বপরিচিত ব্যবসায়ী দেওয়ান সমিরকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

মেঘনার বাবা বদরুল আলম দাবি করেন, সদ্য বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান তাঁর মেয়েকে প্রতারণা করেছেন। তিনি বলেন “ছয় মাসের সম্পর্কের পর রাষ্ট্রদূত প্রেমের প্রস্তাব দেন এবং ৪ ডিসেম্বর আংটি বদল হয়। কিন্তু পরে মেঘনা জানতে পারেন, রাষ্ট্রদূতের স্ত্রী ও সন্তান রয়েছে। মেঘনা দ্বিতীয় স্ত্রী হতে অস্বীকৃতি জানালে সম্পর্ক ভেঙে পড়ে।”

বদরুল আরও বলেন “রাষ্ট্রদূতের হুমকির মুখে মেঘনা ফেসবুকে কিছু লেখেন। এরপরই রাষ্ট্রদূত তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন।”

পুলিশ জানায়, রাষ্ট্রদূতের অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মেঘনাকে আটক করা হয়। অভিযোগে বলা হয়, একজন নারী ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ সম্পর্ককে ব্যবহার করছেন এবং রাষ্ট্রদূতকে হুমকি দিচ্ছেন।

এদিকে দেওয়ান সমিরের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার চাঁদা দাবি করার অভিযোগে ভাটারা থানায় মামলা হয়েছে। রাষ্ট্রপক্ষে বলা হয় তিনি নারীদের ব্যবহার করে বিদেশি কূটনীতিকদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।

মেঘনার গ্রেপ্তারের ঘটনায় নারী পক্ষ, গণতান্ত্রিক অধিকার কমিটিসহ একাধিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তাঁরা বলেছেন বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে একজন নারীকে জোর করে তুলে নেওয়া হয়েছে। এই আইন নাগরিক অধিকার হরণের হাতিয়ার।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন রাষ্ট্রদূতের ব্যক্তিগত বিদ্বেষে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহৃত হওয়া রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে।কারাগারে মেঘনা

কাশিমপুর-২ কারাগারের তত্ত্বাবধায়ক জানান মেঘনাকে আলাদা কক্ষে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে গোয়েন্দারা উপস্থিত থাকেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে